মোটর বাইকের যত্ন নিতে এই ৭টি বিষয়ে নজর দিন।
মোটর বাইকের কিছু অংশ খুবই সংবেদনশীল, ফলে সেগুলির বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আপনার নিজের বাইকের কতটা যত্ন নিচ্ছেন, তার উপর নির্ভর করে সেটার স্বাস্থ্য। চলুন, দেখে নেওয়া যাক, মোটর বাইকের ৭টি গুরুত্বপূর্ণ অংশের যত্ন নেওয়ার পদ্ধতি।
১. বাইকের চেন
বাইকের চেন নিয়ে অনেকেই মাথা ঘামান না। কারণ সেটা ঢাকা থাকে। কিন্তু নিয়মিত তা পরিষ্কার করতে হবে। চেনে মাটি লেগে থাকতে পারে। সেগুলো পরিষ্কার করতে হবে। লক্ষ্য রাখতে হবে জল যেন না জমে। চেন খুব বেশি টাইট অথবা ঢিলে রাখা ঠিক নয়।
২. এয়ার ফিল্টার
বাইকের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্ক করতে হবে। আবার নির্দিষ্ট সময়ে তা বদলে ফেলা ভালো।
৩. ব্যাটারি
ব্যাটারিও সময় মতো পরিষ্কার করা উচিত। ব্যাটারিতে লিকেজ হলে, তা অবিলম্বে বদলে ফেলা দরকার। আবার খুব বেশি চালানো না হলে বাইকের ব্যাটারি চার্জ করা দরকার।
৪. টায়ার
টায়ারের অবস্থা এবং তাতে কতটা প্রেসার রয়েছে, তা সবসময় খেয়াল রাখা দরকার। স্টিল ব্যালেন্সিং নিয়মিত পরিষ্কার করা উচিত। মাথায় রাখবেন, গ্রিপহীন টায়ার ব্যবহার করা ঠিক নয়।
৫. ক্লাচ
গুরুত্বপূর্ণ এই অংশের অ্যাডজাস্টমেন্টের উপর নজর রাখা ভালো। খুব বেশি টাইট রাখা ঠিক নয়। বাইক চালানোর সময় খুব বেশিক্ষণ ক্লাচ ধরে রাখা ভালো লক্ষণ নয়।
৬. ইঞ্জিন
নিয়মিত সার্ভিসিং করানো দরকার ইঞ্জিনের। কার্বুরেটর এবং ভালভ পরিষ্কার করুন। প্রতি দেড় হাজার কিলোমিটার পর কার্বুরেটর পরিষ্কার করতে হবে।
৭. ইঞ্জিন অয়েল
ভালো মানের ইঞ্জিন অয়েল ইঞ্জিনের কর্মক্ষমতা বৃদ্ধি করে আবার ইঞ্জিনের আয়ুও বৃদ্ধি করে। সবসময় ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করুন এবং একটি নির্দিষ্ট সময় পরে এটি বদলে নিন।
Comments
Post a Comment