যে কারণে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়।

দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার সংবাদ প্রকাশিত হচ্ছে গণমাধ‌্যমে। এরমধ‌্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি, দলবেঁধে প্রতিযোগিতা ছাড়াও ট্রাফিক তদারকির অভাবেই
মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। এসব দুর্ঘটনায় সারাজীবনের জন‌্য পঙ্গুত্বের পাশাপাশি প্রাণও হারাচ্ছেন অনেকে। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই)-সূত্রে জানা গেছে, এশিয়ার দেশগুলোর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় শীর্ষে বাংলাদেশ। প্রতি ১০ হাজার মোটরসাইকেলের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনার শিকার হচ্ছে ২৮ দশমিক ৪টি। বাংলাদেশের পর কম্বোডিয়ায় ১১ দশমিক ৯, লাওসে ১১ দশমিক ৫, থাইল্যান্ডে ১১ দশমিক ২, ভারতে ৯, মিয়ানমারে ৮ দশমিক ৬, মালয়েশিয়ায় ৪ দশমিক ৪, ভিয়েতনামে ৪ দশমিক ১, ইন্দোনেশিয়ায় ২ দশমিক ৫ এবং ভুটানে ২ দশমিক ১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

Comments

Popular Posts