ব্রেক-ইন পিরিয়ড কি?

ব্রেক-ইন পিরিয়ড কি? আমাদের বাইকের ইঞ্জিনের যে যন্ত্রাংশ আছে তা নিখুতভাবে তৈরি করে ইঞ্জিনে লাগানো হয়। তারপরেও অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ অমসৃন থেকে যায়, বিশেষ করে পিস্টোনে যে রিং লাগানো হয় সেগুলো মসৃন হওয়ার প্রয়োজন পরে, এছাড়াও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ এর মসৃন হওয়ার প্রয়োজন পরে। তাই একটি নির্দিষ্ট সময় নতুন কেনা বাইকটি একটি বিশেষ নিয়মে চালাতে হয়। এই সময়টাকে ব্রেক ইন পিরিয়ড বলে। সংক্ষেপে বলতে গেলে, সাধারণত সকল বাইকের ব্রেক-ইন পিরিয়ড ১০০০ কিমি পর্যন্ত থাকে। তবে বাইক ও কোম্পানীভেদে কিছু কম বেশি হতে পারে। ব্রেক ইন পিরিয়ড ১০০০ কিমি হলেও অভিজ্ঞরা বলেন ব্রেক-ইন পিরিয়ড যত বেশি করা যায়, বাইকের মাইলেজ তত বেশি পাওয়া যায় এবং ইঞ্জিনের দীর্ঘমেয়াদিতা বাড়ে এবং ইঞ্জিন ভালো থাকে। লেখা: মোহাম্মদ এ, কে, ভূঁইয়া।

Comments