মোটরসাইকেলে ট্রাভেল/ভ্রমণ করা'টা অনেক বেশী রোমাঞ্চকর, তবে ভ্রমনে বের হয়ে সাধারণ বাইকারদের কখনোই রেস (প্রতিযোগিতা) করা ঠিক নয়।

কেননা যারা মটোজিপিতে রেস করেন, তারা অনেক বেশী প্রশিক্ষণ এর মাধ্যমে সে'টা করে থাকেন। তাদের অভিজ্ঞতার আলোকে রেস (প্রতিযোগিতা) পরিচালনা করেন।

তাই ভ্রমনে বের হয়ে কখনো রেসার হবার স্বপ্ন না দেখাই শ্রেয়, নিজেকে নিজের রাজ্যের রাজার আসনে বসিয়ে মোটরসাইকেলে সারা দেশ-বিদেশ ঘুরে প্রকৃতিকে জানুন আর নিজেকেও জানুন।


লেখা: মোহাম্মদ এ, কে, ভূঁইয়া।

Comments